আগামী সোমবার পর্যন্ত দায়িত্বে আছেন কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন
- আপডেট সময় : ০১:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দেশের নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের ওপর আস্থার চরম সংকট তৈরি করে বিদায় নিচ্ছে বর্তমান কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন আগামী সোমবার পর্যন্ত দায়িত্বে আছেন। নির্বাচন ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তাদের মেয়াদ।
এর আগে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। ওইদিন সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একশ জন বীর মুক্তিযোদ্ধার হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেবে কমিশন। ওই অনুষ্ঠানে সিইসি কেএম নূরুল হুদা নিজেই নিজের কার্ড নেবেন। একই অনুষ্ঠানে বাংলা ভাষায় অনুদিত ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৭৯২’ এবং সীমানা পুনর্নির্ধারণ আইন নিয়ে তৈরি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। নানা আলোচনা-সমালোচনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের কাজ করতে পারবেন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।










