আগামী সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
আগামী সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে এজেডএম জাহিদ হোসেন বলেন, সব পরীক্ষা শেষে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পর্যালোচনা করবেন।এরপর তাকে বাসায় আনার বিষয়ে সিদ্ধান্ত দেবেন। জানা গেছে, খালেদা জিয়ার আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হাঁটুর প্রতিস্থাপনের চিকিৎসা চলছে। তার অনেক পরীক্ষা করতে হচ্ছে, যার মধ্যে কিছু পরীক্ষা করতে এবং রিপোর্ট পেতে একদিনের বেশি সময় লাগছে। সবগুলো পরীক্ষা শেষে হতে কাল শনিবার পর্যন্ত সময় লাগবে। পরে পরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করে আগামী রবি-সোমবার তাকে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত আসতে পারে। ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।