আগামী সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিল উৎসাহিত করা হবে : ইসি সচিব

- আপডেট সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন দাখিলে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভার পর তিনি একথা বলেন। নির্বাচনের আগেই সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসীদের এনআইডি দেয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান জাহাংগীর আলম।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কমিশন সভা। এতে নির্বাচন কমিশনাররা ছাড়াও কমিশন সচিব ও কর্মকর্তা যোগ দেন।
সভার পর নির্বাচন কমিশন সচিব জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিলে উৎসাহিত করা হবে।
তিনি জানান, নির্বাচনের আগে প্রবাসীদের ভোটার তালিকাভুক্তি ও স্মার্ট এনআইডি দেয়ার প্রক্রিয়া শুরু হবে।
সভায় ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ নীতিমালা ছাড়াও নতুন দলের প্রতীক নিয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপির নিবন্ধন বাতিলের বিষয়ে আলোচনা হয়নি।
সভায় ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন-২০২৩ ’-এর খসড়ার অনুমোদন হয়েছে বলে জানান জাহাংগীর আলম।