আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের সূচি ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এই সফর। এরপর ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। ৩০ মার্চ শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। চার ভেন্যুতে হবে খেলা। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ ও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।










