আগামী বছরের ডিসেম্বর থেকে যাত্রী পরিবহনের জন্য মেট্টোরেল চালু করা হবে

- আপডেট সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য মেট্টোরেল চালু করা হবে , জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। মেট্টোরেলের ভাড়া এখনো নির্ধারণ হয়নি জানিয়ে তিনি বলেছেন, ভাড়ার বিষয়ে মানুষের সক্ষমতা বিবেচনা করা হবে।
সময় যতো ঘনিয়ে আসছে মেট্রোরেলের কার্যক্রম ততই এগিয়ে চলছে। গত মাসে শুরু হয়েছে পারফরমেন্স টেস্ট। চলবে আগামী ৬ মাস। মেট্রোরেলের ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলার ক্ষমতা থাকবে, তবে আপাতত পারফর্মেন্স টেস্টের অংশ হিসাবে পাঁচ কিলোমিটার গতিতে রেলটি চলবে। এরপর আস্তে আস্তে গতি বাড়ানো হবে। সবশেষে ২৫ কিলোমিটার গতিতে রেলটি চালিয়ে দেখা হবে।
নিয়মিত মাসিক ব্রিফিং এ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, পারফরমেন্স টেস্টের পর আরো বেশকিছু টেস্ট করা হবে। তবে আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্টোরেল চালু হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্টোরেলের ভাড়ার তালিকা ছড়িয়ে পরেছে,সেটি সঠিক নয় বলে জানান তিনি। বলেন, ভাড়া নির্ধারনের বিষয়ে একটি কমিটি কাজ করছে । বড় কোন জটিলতা সৃষ্টি না হলে, সঠিক সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদি তিনি।