আগামী নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে প্রতিশ্রুতি সিইসির

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য দেখতে চায় অস্ট্রেলিয়া। প্রধান নর্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর একথা বলেন হাই কমিশনার জেরেমি ব্রুয়ার। আর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও অতি সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তারা কথা বলেন। পরে হাই কমিশনার আগামী নির্বাচন নিয়ে তার দেশের অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বৈঠকের বিষয়বস্তু ও আগামী নির্বাচন নিয়ে সিইসি কাজী হাবিবুল আউয়ালও সাংবাদিকদের বিস্তারিত জানান।