আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারও সিঁড়ি হতে চায় না : চুন্নু

- আপডেট সময় : ০১:১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারও সিঁড়ি হতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর হাজারীবাগে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা সভায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের পাশে দাঁড়াতে জাতীয় পার্টি সারাদেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। এসময় বিএনপি-আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে বলে দাবি করেন মুজিবুল হক চুন্নু। দেশে গণন্ত্রাতিক ধারা ফিরিয়ে আনতে এ দু’দল থেকে দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করলেও দেশে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেনি বলে দাবি করেন তিনি। তাই জনগণের ভাগ্যে উন্নয়নে আগামীতে সবাইকে জাতীয় পার্টির পাশে থাকার আহ্বান জানান দলের এ শীর্ষ নেতা।