আগামী নির্বাচনে অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি: ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে, অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি নির্বাচন ভীতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দেশে গণতন্ত্র বিরাজমান দাবি করে, বিএনপির নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের।
রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় সরকার।