আগামী নির্বাচনগুলোতে জাতীয়পার্টি অংশ নেবে কিনা তা ভাবতে হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনগুলোতে জাতীয়পার্টি অংশ নেবে কিনা তা ভাবতে হবে বলে জানিয়েছেন জাতীয়পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু
দুপুরে নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাথে এখন আর কোন প্রেম-ভালোবাসা নেই, নির্বাচনী জোট ছিলো আওয়ামী লীগের সাথে। তবে জাতীয় পার্টি এখন প্রধান বিরোধী দল। জাতীয়পার্টি প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আসছে। এবারের নির্বাচনে সরকার দলীয় নেতাকর্মীরা জাতীয় পার্টির নেতাকর্মীদের অত্যাচারের পাশাপাশি জোর করে প্রর্থীদের বসিয়ে দেয়া হচ্ছে বলেও জানান মুজিবুল হক চুন্নু। পরে রংপুরের পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেসেন মুহম্মদ এরশাদের মাজার জিয়ারত করেন তিনি। এসময় সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।