আগামী দেড় মাসের মধ্যেই পৌনে দুই কোটি টিকা পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৭:২৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী দেড় মাসের মধ্যেই পৌনে দুই কোটি টিকা পাবে বাংলাদেশ। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা কনভেনশন সেন্টারকে করোনা হাসপাতালে রূপান্তরের কার্যক্রম পরিদর্শনকালে একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ সচেতন না হলে, শুধু হাসপাতাল নির্মাণ করে, করোনা মোকাবেলা করা সম্ভব নয়।
দেশে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ঢাকার বাইরে করোনার অবস্থা আরো বেগতিক। অনেক হাসপাতালেই মিলছে না আইসিউ, এমনকি সাধারণ সিটও। এতে করে রাজধানীমুখী অনেকেই। ফলে বাড়তি চাপ তৈরি হচ্ছে ঢাকার হাসপাতালগুলোতে।
এমতবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বঙ্গমাতা কনভেনশন সেন্টারটি করোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই শনিবার সকালে সেন্টারটি পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।
পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সেন্টারটিতে ১০০০ থেকে ১২০০ শয্যার হাসপাতাল করা হবে। যেখানে আইসিইউ থাকবে ৪শ’টি। তিনি আরো জানান, ফাইজার, সিনোফার্মসহ সব মিলিয়ে আগামী দেড় মাসের মধ্যে পৌনে দুই কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে।
করোনা মোকাবেলায় নতুন করে চিকিৎসক ও নার্স নিয়োগের কথাও জানান তিনি। বলেন, করোনা নিয়ন্ত্রণ ছাড়া শুধু হাসপাতালের শয্যা বাড়িয়ে সংকট সমাধান সম্ভব নয়।
দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে টিকা উৎপাদনের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।