আগামী দু’দিন দেশের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
আগামী দুদিন দেশের সর্বত্র বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর একটু একটু করে বাড়তে শুরু করবে গরম। তবে জুন মাসের প্রথম সপ্তায় বর্ষা মৌসুম শুরুর আগেই আবারো বৃষ্টি ঝরবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৪ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মঙ্গলবারের পর থেকে বাড়তে পারে দেশের তাপমাত্রা। ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামীকালকের পর থেকেই একটু একটু করে বাড়বে তাপ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিলের মতো তীব্রতা না থাকলেও ভালোই গরম পড়বে মে মাসে। আগামী সপ্তাহ থেকে সারাদেশের বিভিন্ন জায়গায়, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইবে। এদিকে, অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’য়েক জায়গায়।