আগামী চার আসরের ফাইনালের শহরগুলোর নাম ঘোষণা করেছে উয়েফা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগামী চার আসরের ফাইনালের শহরগুলোর নাম ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ম্যাচগুলো হবে যথাক্রমে সেন্ট পিটার্সবুর্গ, ইস্তাম্বুল, লন্ডন ও মিউনিখে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উয়েফা। ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইস্তাম্বুলে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা সরিয়ে নেয়া হয় পর্তুগালের পোর্তোয়। তাই পরিবর্তে ২০২৩ সালের ফাইনাল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ কারনেই অন্য সূচিতে পরিবর্তন এসেছে। মিউনিখে ২০২৩ সালের ফাইনাল হওয়ার কথা থাকলেও তা বদলিয়ে জার্মানির শহরটিতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫ সালের ফাইনাল। আগের সূচি মতোই, ২০২৪ সালের ফাইনাল রাখা হয়েছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।