আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে : বাণিজ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
আগামী এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিষয়টি খতিয়ে দেখবে ট্যারিফ কমিশন।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বানিজ্যমন্ত্রী। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও, দেশে ডলারের মূল্য বৃদ্ধিতে এর সুফল পাওয়া যাচ্ছে না বলে জানান টিপু মুনশি। এছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে বলে দাবি করেন তিনি। এখনও ডিজেলের প্রতি লিটারে আট টাকা করে লোকসান হচ্ছে বলেও জানান বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।