আগামীর নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চায় নিউএইজ ফেম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আগামীর নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চায় নিউএইজ ফেম নামের একটি সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেয় সামজিক যোগাযোগ মাধ্যম ভিক্তিক এই অনলাই প্লাটফর্ম।
এসময় বক্তারা বলেন, যারা নিজেদের পায়ে দাঁড়াতে চায় তাদের পাশে দাঁড়াবে নিউএইজ ফেম। নারী উদ্যোক্তাদের সমন্বয়ে গড়ে উঠা এই প্লাটফর্ম আরো জানায় আত্মমর্যাদা প্রতিষ্ঠা নারী অধিকার এবং সেই অধিকার প্রতিষ্ঠায় নারীকেই এগিয়ে আসতে হবে। এদিন ৩ জন নারীকে সেলাই মেশিন উপহার দেয় নিউএইজ ফেম। অনুষ্ঠানে সারা যাকেরসহ বিশিষ্ট নারী উদোক্তারা উপস্থিত ছিলেন।










