আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে: আমীর খসরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব বলেন তিনি। বলেন, অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ভবিষ্যত অর্থনীতি, বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমীর খসরু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন। এসময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং প্রয়োজন পেছানো। এই মুহুর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। বৈঠকে ১১জন শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।














