আগামীকাল ৯ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করবে শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৮:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নিরাপদ সড়কের দাবিতে ঢাকার শাহবাগে প্রতীকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা। কাল ৯ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করবে তারা। এদিকে, চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে সব মহানগরে গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহণ মালিক সমিতির সহাসচিব। আগামী ১১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।
সড়কে শৃঙ্খলাসহ বিভিন্ন ইস্যুতে রোববার দুপুরে রাজধানীর শাহবাগে প্রতিকী লাশের মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
জাতীয় যাদুঘরের সামনে থেকে প্রেসক্লাবের উদ্দেশ্য যাত্রা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়।
পরে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে শেষ করে শিক্ষার্থীরা।
গণমাধ্যমের কাছে নিরপাদ সড়ক নিয়ে নানা অভিযোগ করে তারা।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
এদিকে, রাজধানীর রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন ও ব্যঙ্গচিত্র কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে সোমবার শোক ও কালো ব্যাচ ধারণের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
অন্যদিকে, দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ আগামী ১১ ডিসেম্বর থেকে দেশের সব মহানগরীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেন।
তবে, সারাদেশে হাফ ভাড়ার দাবিতে এখনও অটল শিক্ষার্থীরা।