আগামীকাল শুরু হচ্ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৬২০ বার পড়া হয়েছে
আগামীকাল শুরু হচ্ছে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। সম্মেলনকে ঘিরে বর্ণাঢ্য সাজে সেজেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।
দুপুরে সম্মেলন স্থল পরিদর্শনের সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কাউন্সিলের মধ্য দিয়ে স্মার্ট, দক্ষ ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে উঠবে আওয়ামী লীগ। দলে নবীন ও প্রবীণের সমন্বয় করা হবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বর্তমান কমিটির কিছু ব্যর্থতা থাকলেও আগামিতে দলকে আরো পরিশীলিত করে গড়ে তোলা হবে। সাম্প্রদায়িকতাকে এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

















