আগামীকাল নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কাল নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মেলবোর্নে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ভারতের কাছে ১৮ রানে আর অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে হেরে শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশ নারী দলের। তাই নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে সালমা-জাহানারারা। অন্যদিকে, প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে নিউজিল্যান্ড। তাই বাংলাদেশের বিপক্ষেও সেই ছন্দ ধরে রাখতে চায় দলটি।