আক্রান্ত পাকিস্তানি দশ ক্রিকেটারের দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা

- আপডেট সময় : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আক্রান্ত পাকিস্তানি দশ ক্রিকেটারের দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হয়েছে। যেখানে মোহাম্মদ হাফিজসহ ছয় জনের ফলাফল নেগেটিভ এসেছে। সমান তিন টেস্ট ও টি টুয়েন্টি খেলতে ইংল্যান্ডের পথে পাকিস্তান ক্রিকেট দল।
তবে দলের সঙ্গে আপাতত ইংল্যান্ড সফরে যেতে পারেননি দ্বিতীয় দফায় করোনা পজিটিভ আসা ক্রিকেটাররা। নিয়মানুযায়ী, তৃতীয় দফা টেস্টের জন্য অপেক্ষা করতে হবে তাদের। ২০ ক্রিকেটারসহ ৩১ জনের দল নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে পাকিস্তান। নতুন করে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফাস্ট বোলার মুসা খান ও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রোহাইল নাজির। ইংল্যান্ডে ১৪ দিনের কোয়ারিন্টিনে থাকবেন ক্রিকেটাররা। দ্বিতীয় দফার করোনা পরীক্ষায় হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও হাসনাইনের নেগেটিভের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দ্বিতীয় দফা টেস্টেও পজেটিভ হয়েছেন ইমরান খান, কাশিফ ভাটি, হায়দার আলী এবং হারিস রউফ। তার আগে, প্রথম দফার টেস্টে ২৯ ক্রিকেটারের মধ্যে ১০ জনের দেহেই করোনাভাইরাস শনাক্ত হয়।