আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি: মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি। রাজধানীতে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের উপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফের উপর হামলার সমালোচনা করেন তিনি।
আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে দলের অবস্থান আবারও তুলে ধরেন তিনি।
নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির নেপথ্যে সরকারের সিন্ডিকেট দায়ী।