আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনি অফিস ভাংচুর, অগ্নি সংযোগ ককটেল বিস্ফারণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলামের নির্বাচনি অফিস ভাংচুর, অগ্নি সংযোগ ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, অগ্নি সংযোগ ককটেল বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের আলমত পাওয়া গেছে।হামালার জন্য দায়ী করা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোনজেল হক সাগর সমর্থকদের। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দিতে নির্বাচনী সহিংসতায় নৌকা সমর্থক আব্দুল হক নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে আরো বেশ কজন।