আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি’র স্বপ্ন উড়ে যাবে : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ মাঠে নামলে, বিএনপি’র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক সভায় এ হুশিয়ারি দেন তিনি।
বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে আওয়ামী লীগ। শুরুতে বিএনপি’র নেতাদের উস্কানিমূলক বক্তব্য ও মিথ্যা-অপপ্রচারের নিন্দা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মিথ্যার মোড়কে লুকায়িত তাদের অগণতান্ত্রিক রাজনীতির স্বরূপ জনগণের কাছে এখন স্পষ্ট। সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা ছাড়াও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।