আওয়ামী লীগ নয়, বিএনপি’রই বিদায় ঘণ্টা বাজছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপি’রই এখন বিদায় ঘন্টা বাজছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
১৬ জুলাই, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে দেশে জরুরি অবস্থা চলাকালে ধানমন্ডির সুধা সদন থেকে তাঁকে গ্রেফতার করে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আলোচনায় শেখ হাসিনার কারাবন্দি থাকা এবং তাঁকে গ্রেফতারের প্রেক্ষাপট বর্ণনা করেন দলের শীর্ষ নেতারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পদক বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে দেশের বিকাশমান গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল।
সরকারের পতন ঘটানো নিয়ে মহাসচিবসহ বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।
চট্টগ্রামে এক আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের অন্যায়, অবিচার ও দুর্নীতির প্রতিবন্ধক ছিলেন বলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।
দেশের দৃশ্যমান উন্নয়ন শেখ হাসিনার কারাজীবনের স্বপ্ন বুনন বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।