আওয়ামী লীগ নেতা টিটু হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ নেতা টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস দিয়েছে আদালত।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার দুপুরে এ রায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আইনজীবীরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ১ জুলাই সালিশের জন্য নড়াইল জেলার নড়াগাতী যান টিটু শরীফ। একইদিন দুপুরে ফেরার পথে উপজেলার চর সিংগাতী গ্রামে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে পরদিন মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়। নিহত টিটু শরীফ গোপালগঞ্জ পৌরসভা সিনিয়র সহ-সভাপতি ও শরীফ ফিসারিজের পরিচালক ছিলেন।























