আওয়ামী লীগ ও বিএনপি একই চরিত্রের দল, জাতীয় পার্টির মাধ্যমেই পূরণ হবে মানুষের প্রত্যাশাঃ জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
জাতীয় পার্টিকে ঘিরে মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে। তাই সকলকেই ঐক্যবদ্ধ ভাবে দলকে শক্তিশালী করতে হবে, বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
দুপুরে লালমনিরহাটে নিজ বাসায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এসময় তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ ও বিএনপি একই চরিত্রের দল। কোনও দিকে কোনও পার্থক্য নেই। তাই জাতীয় পার্টির মাধ্যমেই দেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি।এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, সদর উপজেলা আহবায়ক নজরুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। পরে তিনদিনের সফর শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে লালমনিরহাট ত্যাগ করেন জিএম কাদের।