আওয়ামী লীগ এমপি হাজী সেলিমের আপিলের রায় পড়া শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
দুর্নীতি মামলায় ১৩ বছর দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ এমপি হাজী সেলিমের আপিলের রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি মঈনুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এই কার্যক্রম চলছে।
আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। হাজী সেলিমের সাজা বহাল থাকবে বলে প্রত্যাশা করছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। ২০০৯ সালের অক্টোবরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে তার সাজা বাতিল করে হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আবারো আপিল করে দুদক। ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
















