আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার জন্য দেশে সাম্প্রদায়িক হামলা : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার জন্য দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে। আর রাজনৈতিক কৌশল হিসেবে সহিংসতার দায় চাপানোর অপচেষ্টা করছে বিএনপির ওপর। অগণতান্ত্রিক সরকারের পতনে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান অভিযোগ করেন,সরকারের লুণ্ঠনের কারণেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ ফাইল গায়েব হয়েছে।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকরা বলেন, সরকার ঘরের মধ্যে সাম্প্রদায়িকতা পুষে রেখে নিজেদের স্বার্থেই ব্যবহার করছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সহিংসতার দায় বিএনপির ওপর চাপিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ।
তিনি বলেন, এ দেশে নির্বাচনের মাধ্যমে বারবার সরকার পরিবর্তন হয়েছে। মানুষ আবারও সেটাই দেখতে চায়।