আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা

- আপডেট সময় : ০৯:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ও তাদের দোসরদের মোকাবিলা করাই এখন আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ।
ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়েও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস মানেই আওয়ামী লীগ। স্বাধীনতা থেকে শুরু করে দেশের প্রতিটি অর্জনই আওয়ামী লীগের।
দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।
এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।