আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ছাড়া বাকী সব ঠুনকো : জিএম কাদের
																
								
							
                                - আপডেট সময় : ০৮:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
 - / ১৫৯২ বার পড়া হয়েছে
 
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ছাড়া বাকী সব ঠুনকো। আর বিএনপি এখন নেতৃত্বশূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। জি এম কাদের বলেন, বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে মুক্তি পেয়ে এখন রাজনীতির বাইরে আছেন। আবার তাদের আরেক শীর্ষ নেতা দেশের বাইরে। দলে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। বিএনপির নেতৃত্বে মারাত্মক শুন্যতা বিরাজ করছে। আর আওয়ামী লীগের অর্ন্তদ্বন্দ্ব ও দর্নীতি প্রকাশ্যে চলে এসেছে।
রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বানানী কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং মুন্সিগঞ্জ জেলার সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটি।এতে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়াম্যান জিএম কাদের ।
এ সময় দেশে বৈষম্য বেড়েছে জানিয়ে তিনি বলেন, কিছু মানুষ লুটপাট করে টাকার পাহাড় বানিয়েছে। তাদের টাকা দেশে রাখার জায়গা নেই, এখন বিদেশ পাচার করছে।
বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি’র সমালোচনা করে জিএম কাদের আরো
বলেন, দেশেএখনএকমাত্র সম্ভবনাময় রাজনৈতিক শক্তি জাতীয় পার্টি।
ক্ষুধা দারিদ্র শোষণ বঞ্চনা দুনীর্তি ও বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় বলেও মন্তব্য করেন জিএম কাদের ।
																			
																		














