আওয়ামী লীগের মিছিল থেকে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের মিছিল থেকে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট ও থানার সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঘন্টাব্যাপী এই ভাংচুর ও লুটপাট চলে। ঘটনাটা পুলিশের সামনে ঘটলেও পুলিশকে নীরব থাকতে দেখা যায়। এই ঘটনায় স্থানীয় সংবাদকর্মীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সাংবাদিকসহ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, ২৮ ফেব্রুয়ারী জামালপুর পৌরসভা নির্বাচনে পোষ্টার ছেড়াকে কেন্দ্র করে এবং দলীয় নেতাকর্মীদের হুমকী দেওয়ার প্রতিবাদে জামালপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এ সময় বক্তারা প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়।
















