আওয়ামীলীগ সরকার সবাইকে তো নয়ই, বরং তাদের দলের নেতাদেরই মূল্যায়ন করে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
মার্কিন গণতান্ত্রিক সম্মেলনে আমন্ত্রণ না জানানো ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিষেধাজ্ঞায় প্রমাণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে পড়েছে বলে, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সকালে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ তোলেন তিনি। আওয়ামীলীগ সরকার সবাইকে তো নয়ই, বরং তাদের দলের নেতাদেরই মূল্যায়ন করে না বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু সরকারের ইতিহাস বিকৃতির এই অপচেষ্টা জনগণ সফল হতে দেবে না বলেও জানান তিনি।মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে নতুন প্রজন্মকে সবাইকে মূল্যায়ন করেই প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য বিএনপির এই নেতার।
















