আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখেত সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
দুপুরে সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের কমিটিতে রাজাকারের সন্তানদের ঠাঁই নেই। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সালেহ সফি গেন্দা, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রসিদসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।