আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে: রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ওয়ান ইলেভেনের সুবিধাভোগী আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে বলে দাবি করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ২০০৭ সালের ১১ জানুয়ারি তৎকালীন সেনাসমর্থিত সরকার বিএনপিকে ধ্বংস করতে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দেয়ার নীলনকশা বাস্তবায়ন করে বলে দাবি করেন তিনি। সরকারের উপর জনগণ ক্ষুব্ধ উল্লেখ করে তিনি বলেন, ভয়াবহ এই পরিস্থিতি থেকে মুক্তি চায় জনগণ। এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, চলমান বিধিনিষেধের মধ্যেও তাদের কর্মসূচি চলমান রয়েছে। নির্ধারণী ফোরামের বৈঠকে বিধি নিষেধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।