আওয়ামী লীগের রাজনীতির দর্শন সন্ত্রাস ও দুর্নীতি : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
বিএনপি অগ্নিসন্ত্রাসীরা যেন ক্ষমতায় ফিরতে না পারে এই কথার পাল্টা জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির দর্শন সন্ত্রাস এবং দূর্নীতি।
দুপুরে রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে কর্নেল অলি আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মহাসচিব আরও বলেন, সরকার টিকে থাকতে আন্তর্জাতিক সংস্থার নামেও মিথ্যা বলছে। আইএমএফ নিয়েও মিথ্যা তথ্য দিয়েছে। আওয়ামী লীগের এই সফর সফল হয়নি। তাদের মিথ্যা কথার বিষয়ে দেশের জনগণ এবং বিদেশিমহল সতর্ক। মির্জা ফখরুল বলেন, ছোট ছোট সহযোগি দলগুলোর সাথে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।