আইসোলেশনে থাকা লন্ডন ফেরত এক নারী মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত ‘সন্দেহে’ ভর্তি হওয়া লন্ডন ফেরত ৬১ বছর বয়সী এক নারী মারা গেছেন। রোববার রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।
ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন।গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি । অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান জানান, আইইডিসিআরের প্রতিনিধিদল আজ সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করবেন।তবে, তার লাশ সংক্রমন বিধি মোতবেক দাফন করা হবে বলে জানান তিনি ।




















