আইসিসি বর্ষসেরা পুরস্কার জিতলেন ব্যাটার মোহাম্মদ রিজওয়ান

- আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি বর্ষসেরা পুরস্কার জিতলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ২০২১ সালে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে পারফরম্যান্সের ভিত্তিতে নাম প্রকাশ করেছে আইসিসি।
রিজওয়ান ছাড়াও বর্ষসেরা পুরস্কারের জন্য তালিকায় ছিলেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার, শ্রীলংকার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। তবে, সবাইকে ছাড়িয়ে সেরা রিজওয়ান। ২৯ বছর বয়সী এই তারকা ওপেনার ২০২১ সালে ২৯ ম্যাচে অংশ নিয়ে ১২টি ফিফটি আর এক সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ৩২৬ রান করেন। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে এক হাজারের বেশি টি-টোয়েন্টিতে রানের ইতিহাস গড়েন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টুয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হলেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান।