আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস
- আপডেট সময় : ০২:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব।
গতকাল রাতে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুন শুরু পায় ব্যাঙ্গালুরো। প্রথম উইকেটে আসে ৫০ রান। ২১ করে অনুজ রাওয়াত ফিরে গেলে বিরাট কোহলিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১১৮ রানের জ়ুটি করেন ডু প্লেসিস। নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় ব্যাঙ্গালুরো। ডু প্লেসিস করে ৫৭ বলে ৮৮ রান। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের হয়ে মায়াঙ্ক আগরওয়াল ৩২, শিখর ধাওয়ান ৪৩ এবং ভানুকা রাজাপাকসে করে ২২ বলে ৪৩ রান। শেষ দিকে শাহরুখ খান এবং ওডেন স্মিথ ঝড়ে জয় তুলে নেয় পাঞ্জাব। শাহরুখ ২০ বলে ২৪ আর ৮ বলে ২৫ রানে অপরাজিত থাকেন স্মিথ। এদিকে, দিনের একমাত্র ম্যাচে আজ লক্ষ্মৌ সুপার জায়েন্টসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটেন্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
























