আইপিএলে আবারও হোচট খেয়েছে কলকাতা নাইট রাইডার্স

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে আবারও হোচট খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরেছে মরগানের দল।
সাকিব বিহীন ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৫ রান তোলে কলকাতা। জবাবে ৩ বল হাতে রেখে জয় পায় পাঞ্জাব। কলকাতার হয়ে ভালো এন দেন ভেন্কাটিশ আইয়ার। সর্বোচ্চ ৬৭ রান করেন এই ওপেনার। এছাড়া ৩৪ রান আসে রাহুল ত্রিপাথির ব্যাট থেকে। লক্ষ্য তাড়ায় অধিনায়ক লুকেশ রাহুলের ৬৭ আর মায়ান্ক আগাওয়ালের ৪০ রানে সহজ জয় পায় পাঞ্জাব কিংস। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ওঠে এলো পাঞ্জাব। সমান ম্যাচ আর পয়েন্ট নিয়ে তালিকার চারে কলকাতা। এদিকে আজ রয়েছে দুই ম্যাচ। বিকেল ৪টায় দিল্লির মুখোমুখি হবে মুম্বাই। আর রাত ৮টায় চেন্নাইয়ের প্রতিপক্ষ মোস্তাফিজুর রহমানের রাজস্থান।