আইপিএলের ফাইনাল আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে–আইপিএলের ফাইনাল আজ। মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে শিরোপার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই। এখন পর্যন্ত চারবার ট্রফি ঘরে তুলেছে রোহিতের দল। এবার পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে প্রথমবারের মতো আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস। তবে চলতি আসরের তিনটি তো বটেই সবশেষ ৭ ম্যাচের পাঁচটিতেই মুম্বাইয়ের কাছে হেরেছে দিল্লি। তাই পরিসংখ্যানের দিক দিয়ে পূর্ণ আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে রোহিত শর্মার দল। অন্যদিকে কখনো ফাইনালে না খেলা দিল্লি চাইবে নতুন ইতিহাস গড়তে। ব্যাটিংয়ে চলতি মৌসুমে দুই সেঞ্চুরি হাকানো শিখর ধাওয়ান আর মার্কাস স্টয়নিসের দুর্দান্ত ফর্ম আশার পালে হাওয়া দিচ্ছে দিল্লিকে।