আইপিএলের চলতি আসর থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস গেইল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের চলতি আসর থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল।
করোনায় জৈব সুরক্ষা বলয়, বায়োবাবলের ধকল আর টি-টুয়েন্টি বিশ্বকাপে পূর্ণ মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত ক্যারিবিয়ান তারকার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল- পাঞ্জাব কিংস। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গত কয়েক মাস ধরে প্রায় টানা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছেন গেইল। আইপিএল শেষেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে অংশ নিতে আবারও জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে তাকে। এই বছর ৩৭টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্যারিবীয় ব্যাটার। খেলেছেন উইন্ডিজ, সিপিএল, পিএসএল ও আইপিএলেও। আইপিএল থেকে ছাড় দেয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিস গেইল।