আইপিএলের কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস

- আপডেট সময় : ০১:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দাপুটে জয় দিয়ে দ্বিতীয় দল হিসেবে আইপিএলের কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করলো দিল্লি ক্যাপিটালস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি।
আবুধাবীতে কোহলিদের দেয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখে জয় পায় শ্রেয়াশ আইয়ারের দল। টস হেরে আগে ব্যাট করে ১৫২ রান তোলে বেঙ্গালুরু। সর্বোচ্চ ৫০ রান করেন দেভদূত পাডিক্যাল। এছাড়া ৩৫ রান আসে এবি ডিভিয়ার্সের ব্যাট থেকে। জবাবে শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানের জোড়া ফিফটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস। রাহানে ৬০ ও ধাওয়ান করেন ৫৪ রান। এদিকে, রাত ৮টায় লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি হবে হায়দরাবাদ। আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মুম্বাই। এ ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত হবে হায়দরাবদের। আর হারলে প্লে-অফ রাউন্ডে চলে যাবে কলকাতা নাইট রাইডার্স।