আইনশৃঙলাবাহিনীর অবহেলায় মন্দিরে হামলা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আইনশৃঙলাবাহিনীর অবহেলায় মন্দিরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এসব হামলা করছে বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়ে সম্প্রীতি বিনষ্টের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। পূজার আগে সরকারের আশ্বাসের পরও এমন ঘটনা তাদের ব্যর্থতারই ফসল বলে জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, যে কোন ঘটনায় বিএনপিকে জড়ানোর চেষ্টা করে সরকার। বানোয়াট ফোনালাপের মাধ্যমে বিএনপি নেতাদের হয়রানির চেষ্টা চলছে। জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেন তিনি। দেশের সংকটের সমাধান না করে, দৃষ্টি অন্যত্র সরাতে ১ লাখ লোক ভাড়া করে এই সহিংসতার নাটক করা হয়।