আইজিপি’র শর্তযুক্ত ভিসায় দেশের সুনাম নষ্ট হয়েছে : ফখরুল

- আপডেট সময় : ০৮:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
শর্ত সাপেক্ষে পুলিশের মহাপরিদর্শককে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া বাংলাদেশের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের এ ধরনের দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণ আন্তর্জাতিক সম্পর্কে ঝুঁকির মধ্যে ফেলছে। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ নিয়ে জনগণের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পর, জাতিসংঘের সদস্য দেশগুলোর পুলিশ-প্রধানদের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ পুলিশের প্রধান ড. বেনজির আহমেদের ভিসা পাওয়ার প্রক্রিয়ার তথ্য তুলে ধরতেই বিএনপির এই সংবাদ সম্মেলন।
শুরুতেই বিএনপি মহাসচিব বলেন, শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা নেয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
তিনি অভিযোগ করেন, বিশ্ব মতামতকে তোয়াক্কা না করে জাতিসংঘের প্রতিনিধি দলে পুলিশ প্রধানকে যুক্ত করার মাধ্যমে সরকারের হিংস্র, মানবতা বিরোধী অপতৎপরতা প্রমানিত হয়েছে।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে স্বরষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সত্যের অপলাব বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।