অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক সই

- আপডেট সময় : ০৮:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
পারস্পরিক সহযোগিতা এবং একসাথে কাজ করার সম্ভাবনা নিয়ে সকালে ভার্চুয়ালি এই সমঝোতা স্মারক সই হয়। এর মাধ্যমে এসিসিএ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কারিগরি শিক্ষা বোর্ডের দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন পদক্ষেপে অংশগ্রহণ করবে। পাশাপাশি অ্যাকাউন্টিং সেক্টরের ক্ষেত্র তৈরি এবং মানোন্নয়নে এনটিভিকিউএফ-এর সাথেও সমন্বয় করে কাজ করবে। এতে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এসিসিএ-এর সিলেবাস অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি অ্যাকাউন্টিং সিলেবাসের আধুনিকীকরণে এসিসিএ সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। এতে আরো অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ডঃ মোহম্মদ মোরাদ হোসেন মোল্লাসহ অনেকে।