অ্যাডিলেড টেস্টেও জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

- আপডেট সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
অ্যাডিলেড টেস্টেও জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য অজিদের প্রয়োজন ৬ উইকেট। আর ইংল্যান্ডের দরকার ৩৮৬ রান। অস্ট্রেলিয়ার দেয়া ৪৬৮ রানের জবাবে ৪ উইকেটে ৮২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ইংলিশরা।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ৪ রানে আউট হন হাসিব হামিদ। ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফিরেন মালান। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি ররি বার্নস। ৩৪ করে রিচার্ডসনের পেসে কাটা পড়েন ইংলিশ ওপেনার। ২৪ রানে আউট হয়ে ইংলিশদের বিপদ আরও বাড়ান জো-রুট। ৩ রানে অপরাজিত আছেন বেন স্টোকস। এর আগে, ১ উইকেটে ৪৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ল্যাবুশেন ও ট্রাভিস হেডের জোড়া অর্ধশতকে ৯ উইকেটে ২৩০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা। ৩৩ রানে অপরাজিত ছিলেন ক্যামেরন গ্রিন। দুটি করে উইকেট নেন ওলি রবিনসন, জো-রুট ও ডেভিড মালান। প্রথম ইনিংসে অজিদের করা ৯ উইকেটে ৪৭৩ রানের জবাবে ২৩৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।