চালের বাজারে অস্থিরতার কারণ খুঁজতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

- আপডেট সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
চালের বাজারে অস্থিরতার কারণ খুঁজতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার রাজধানীর যাত্রাবাড়ীসহ বেশ কিছু এলাকায় অভিযান চালায় সংস্থাটি। এসময় ওজনে কম দেয়াসহ অতিরিক্ত দামে চাল বিক্রি করায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মজুত, বিপণন ও দামে কারসাজি পেলেই ব্যবস্থার হুঁশিয়ারি সংস্থাটির।
বোরো ধানের ভরা মৌসুমে, দাম স্বাভাবিক থাকার কথা থাকলেও বর্তমান চিত্র উল্টো। প্রতিদিন হু হু করে বাড়ছে চালের দাম।
চালের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী উত্তর কুতুবখালী এলাকায় অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।
প্রথমে মেসার্স খাদ্য ভান্ডার নামে একটি চালের আড়ৎ-এ অভিযান চালায় তারা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
অভিযান টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায় আশপাশের ব্যাবসায়ীরা।
পরে ফোন করে এবং তালা ভাঙার চেষ্টা করা হলে ছুটে আসেন তারা।
মেসার্স হাজী আবু মুসা রাইস এজেন্সি,মেসার্স কাজী ট্রেডার্সে অভিযান চালিয়ে, ওজনে কম দেয়াসহ বেশি দামে চাল বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় খাদ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।