অস্থির চাল-আটা-ময়দার বাজার

- আপডেট সময় : ০৩:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
অস্থির চাল ও আটা-ময়দার বাজার। প্রতিদিই বাড়ছে দাম। এক মাসের ব্যবধানে প্রকার ভেদে চালের দাম কেজিতে ৯ থেকে সর্বোচ্চ ২০ টাকা, আটা-ময়দা ৭ থেকে ১৫ টাকা বেড়েছে। এতে দিশেহারা সাধারণ মানুষ। খুচরা বিক্রেতারা দফায় দফায় দাম বাড়ায় দুষছেন পাইকার ও মিল মালিকদের। অভিন্ন মত দিয়ে, ডিলার-মিল মালিকদের নজরদারিতে রাখা উচিৎ বলে মনে করেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আর ভোক্তা অধিকারের পরিচালক বলছেন, সমন্বিত উদ্যোগে কমাতে হবে দাম।
দেশজুড়ে চলছে বোরো ধানের ভরা মৌসুম। প্রতিবছর এই সময় চালের দাম কমতির দিকে থাকলেও এবার উল্টো চিত্র।
অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্থির আটা-ময়দার বাজার।
রাজধানীতে অস্থির চাল ও আটা-ময়দার বাজার। লাগামহীনভাবে বাড়ছে দাম। এক মাসের ব্যবধানে প্রতি কেজি চালের দাম, সর্বনিম্ন ৯ টাকা থেকে সর্বোচ্চ ২০ টাকা বেড়েছে। আর আটা-ময়দার দাম কেজি প্রতি ৭ থেকে ১৫ টাকা বেড়েছে।
বাজারে চাল, আটা-ময়দার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
অস্বাভাবিক দাম বাড়ার জন্য মিল মালিক ও ডিলারদের দুষছেন পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা।
খুচরা দোকান নয়, ডিলার ও মিল মালিকদের নজরদারিতে রাখার পরামর্শ এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতির।
চাল, আটা-ময়দার দামের লাগাম টানতে, সরকার ও মিল মালিকদের সমন্বিত উদ্যোগের কথা বলেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক।
কী করলে কী হবে, তা নিয়ে ভাবতে চায় না সাধারণ মানুষ; তাদের প্রত্যাশা দ্রুত চাল,আটা ময়দার দাম সহনীয় পর্যায়ে আসবে।