অস্ত্র প্রতিযোগিতায় ব্যয় না বাড়িয়ে সার্বজনীন টেকসই উন্নয়নে বরাদ্দ বাড়ান : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আদর্শে সার্বজনীন শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘অস্ত্র প্রতিযোগিতায়’ সম্পদ ব্যয় না করে, তা সার্বজনীন টেকসই উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন তিনি। শেখ হাসিনা বলেন, পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে সবার সাথে কাজ করতে বাংলাদেশ সদা প্রস্তুত। বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশে-বিদেশে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো দু’দিনের বিশ্ব শান্তি সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন পঞ্চাশের বেশি বিদেশি অতিথি।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বনেতাদের উচিত টেকসই উন্নয়ন নিশ্চিতে মনোযোগী হওয়া।
সরকার প্রধান আরো বলেন, শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে অংশীদারিত্বের ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক বিশ্ব গড়ে তোলার কোন বিকল্প নেই।
অভ্যন্তরীন ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় দেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে প্রত্যাবাসনে বাংলাদেশ শান্তিপূর্ণ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।