অস্তিত্ব সংকটে পড়েছে চাঁদপুরের শেখেরহাট-বাবুরহাট খাল

- আপডেট সময় : ০১:৪৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
অপরিকল্পিত বর্জ্য ফেলা, অবৈধ দখল, ব্যক্তিগত ব্রিজ কালভার্ট নির্মাণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে চাঁদপুরের শেখেরহাট-বাবুরহাট খাল। বিশেষ করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে খালটির পানি প্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে খালটির কয়েকটি স্থান রূপ নিয়েছে ময়লার ভাগাড়ে। খাল পুররুদ্ধারে দ্রুতই কাজ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়াডের এই খাল দিয়ে একসময় বড়-বড় নৌকা চলতো। বিশেষ করে ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এই খাল দিয়েই পরিবহন করা হতো। এমন গুরুত্বপূর্ণ খালটিই এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রেহাই পায়নি অবৈধ দখলের হাত থেকে।
জমে থাকা পানি ময়লা-আবর্জনার সাথে মিশ্রিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে পুড়ো এলাকা। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা।খালের অবৈধ দখল উচ্ছেদে দ্রুত অভিযান পরিচালনার করার কথা জানান সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা। স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি কমাতে খালটি পুণরুদ্ধারে উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর।