অস্তিত্ব রক্ষায় বিএনপির তৃণমূল নেতারা উপজেলা নির্বাচনে দাঁড়াবে : কাদের
- আপডেট সময় : ০৬:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাচনে অস্তিত্ব রক্ষায় বিএনপির তৃণমূল নেতারা নির্বাচনে দাঁড়াবে। উপজেলা নির্বাচনে দলগতভাবে অংশ না নিলেও নিজেদের অস্তিত্ব রক্ষায় বিএনপির তৃণমূল নেতারা নির্বাচনে দাঁড়াবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দ্রব্যমূল্য বাড়িয়ে অরাজকতা সৃষ্টি করতে মজুতদার ও সিন্ডিকেটদের বিএনপি মদদ দিচ্ছে। বিদ্যুতের ভর্তুকি কমাতে সমন্বয় দরকার বলেও জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। স্থান রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়। গণমাধ্যমকে তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসের মহড়া দিয়েছে বিএনপি।
আওয়ামীলীগ সরকারের সাবেক এক মন্ত্রীর বিদেশে বিপুল অর্থ সম্পদের খবরে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না।
তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে সরকার যথেষ্ট তৎপর। যদিও বিভিন্ন যুদ্ধ-সংঘাতে জিনিসের দাম বেড়েই চলেছে।
উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির দ্বিধাদ্বন্দ্ব থাকলেও, তাদের অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও অভিমত দেন তিনি।
বিদ্যুতে দেয়া ভর্তুকি ধীরে ধীরে কমিয়ে আনতে সমন্বয় করে দাম বাড়ানো সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান ওবায়দুল কাদের।





















